হাউজিং অ্যান্ড বিল্ডিং ইনস্টিটিউট রিসার্চ চাকরির সুযোগ হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) লোকবল নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীগণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন পদগুলোতে। ৩০ এপ্রিল পর্যন্ত এই আবেদন করা যাবে।
রিসার্চ অফিসার/রিসার্চ ইঞ্জিনিয়ার (বিল্ডিং মেটেরিয়ালস ডিভিশন)

পদসংখ্যা: ১টি
 শিক্ষাগত যোগ্যতা নূন্যতম: যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্র/ফলিত রসায়ন/পদার্থবিদ্যায় সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা কেমিক্যাল প্রকৌশলে স্নাতক ডিগ্রি।
 গৃহনির্মাণ সামগ্রী-বিষয়ক গবেষণা কাজে ৭ বছরের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট   ৫টি বিষয়ে গবেষণা প্রকাশনা থাকতে হবে।


 বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
রিসার্চ অ্যাসোসিয়েট সয়েল মেকানিকস অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং -ডিভিশন

হাউজিং অ্যান্ড বিল্ডিং  ইনস্টিটিউট রিসার্চ চাকরির সুযোগ

হাউজিং অ্যান্ড বিল্ডিং  ইনস্টিটিউট রিসার্চ চাকরির সুযোগ

পদসংখ্যা: ১টি
 শিক্ষাগত  যোগ্যতা নূন্যতম : কোনো স্বীকৃত বোর্ড থেকে পুরকৌশলে ডিপ্লোমা। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।


 বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।


রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বিল্ডিং ম্যাটেরিয়ালস ডিভিশন

পদসংখ্যা: ১টি
 শিক্ষাগত  যোগ্যতা নূন্যতম: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে( রসায়ন /গণিত / পদার্থসহ) কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
 বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

হাউজিং অ্যান্ড বিল্ডিং  ইনস্টিটিউট রিসার্চ চাকরির সুযোগ



আবেদনপ্রক্রিয়া


আগ্রহী প্রার্থীগণ অনলাইনে http://career.hbri.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।